১৯শে মে, ২০২৪ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম :

ভূঞাপুরে বিশুদ্ধ মধু উৎপাদন, বাজারজাতকরণ ও মৌ চাষ বৃদ্ধির কর্মশালা

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল)» টাঙ্গাইলের ভূঞাপুরে ‘টেকসই মৌচাষ এবং মধু বিপণনের মাধ্যমে মৌচাষীদের আয় বৃদ্ধিকরণ’-শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় বিশুদ্ধ মধু উৎপাদন, বাজারজাতকরণ ও মৌ ফসল চাষ বৃদ্ধির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও বাংলাদেশ এসোসিয়েশন ফর সোসাল এডভ্যান্সমেন্টের (বাসা) বাস্তবায়নে বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ভূঞাপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন ফর সোসাল এডভ্যান্সমেন্টের নির্বাহী পরিচালক আ.ক.ম সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমিনা খাতুন। এতে ৩০জন মৌচাষী ও মৌ ফসল উৎপাদনকারি অংশ গ্রহন করেন। পরে কর্মশালায় অংশ গ্রহনকারিদের মাঝে সনদ বিতরণ করা হয়।

Share Button