১৯শে মে, ২০২৪ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম :

বাঘা আইড়ের দাম চাওয়া হলো ৮০ হাজার টাকা

কৃষিকাজ ডেস্ক» একটি বাঘা আইড় মাছের দাম চাওয়া হয়েছে ৮০ হাজার টাকা। খবরটি জানাজানি হলে এ মাছ দেখতে উৎসুক জনতার ভিড় জমে। সারা দিন শুধু দেখার মধ্যেই চলে যায়। সন্ধ্যার পর ৩০ কেজি ওজনের সেই মাছ বিক্রি হয় ২৫ হাজার টাকায়।

হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী পইল গ্রামে প্রতিবছরের মতো এবারো শনিবার দিনব্যাপী মাছমেলা অনুষ্ঠিত হয়।
প্রতিবছর পৌষ সংক্রান্তিতে আয়োজিত এ মেলা প্রায় দুইশ’ বছর ধরে চলে আসছে।

শনিবার সকাল থেকেই মাছমেলায় মানুষের ঢল নামে। শুধু হবিগঞ্জ নয়, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়াসহ অন্যান্য জেলা থেকেও প্রচুর লোক আসে মেলায়। একদিনের জন্য বসলেও মেলা চলে আজ রোববার দুপুর পর্যন্ত।

মেলায় বোয়াল, বাঘা আইড়, বড় আকৃতির আইড়, চিতল, গজার, রুই, কাতলসহ নানা প্রজাতির আকর্ষণীয় মাছ নিয়ে আসেন বিক্রেতার। এছাড়াও পুটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা মাছ উঠে ব্যাপক হারে।

মেলাটির প্রধান আকর্ষণ মাছ হলেও এতে কৃষি উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ভোগ্যপণ্য, আখ, শিশুদের খেলনাও ছিল উল্লেখযোগ্য।

পইলসহ আশপাশের গ্রামগুলোর মানুষ এ মেলাটিকে তাদের পূর্ব পুরুষের ঐতিহ্য বলে গর্ব করেন।

মেলা ঘুরে দেখা গেছে, কয়েকশ’ বিক্রেতা অংশ নিয়েছেনে এই মাছের মেলায়। বেচাকেনাও হয়েছে প্রচুর। প্রতিটি দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। কেউ মাছের দাম হাকাচ্ছেন, কিনছেন। আবার কেউ সেলফি তোলায় ব্যস্ত ছিলেন। আবার মাছমেলার ছবি দিয়ে কেউ ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

হবিগঞ্জ সদর উপজেলার উমেদ নগর গ্রামের শুকুর মিয়ার মাছের দোকানে গিয়ে দেখা যায় প্রচুর ভিড়। মেলায় সবচেয়ে বড় মাছটি তুলেছেন তিনি। ৩০ কেজি ওজনের বাঘা আইড় মাছটির দাম চাওয়া হয়েছে ৮০ হাজার টাকা। সবার দৃষ্টি এই মাছটির দিকে। কেউ বলছেন ১৫ হাজার আবার কেউ বলছেন ২০ হাজার। মাছটি কিনতে আত্বীয়-স্বজনের সাথেও অনেকে শলা পরামর্শ করছেন। অবশ্য সন্ধ্যার পর মাছটি বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়। তবে ক্রেতা তার পরিচয় জানাতে রজি হননি।

মাছ বিক্রেতা সমুজ আলী জানান, বিভিন্ন নদী ও হাওর থেকে মাছ আসে এখানে। এ মেলাকে লক্ষ্য করে চলে মাছ ধরার উৎসব।

মেলায় ঘুরতে আসা বাবু চৌধুরী জানান, এখানে শুধু মাছ কেনাটাই বড় কথা নয়। বাপ-দাদার মুখে বড় বড় মাছের গল্প শোনা ছাড়া দেখা হয়নি। এখানে এসে বড় বড় মাছগুলো দেখে চোখ জুড়িয়ে নিলাম।

মাছমেলার ঐতিহ্য সম্পর্কে পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের জন্মভূমি পইল গ্রামে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়। মেলাকে ঘিরে এলাকায় উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।

Share Button