১৯শে মে, ২০২৪ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম :

প্রাণিসম্পদ সামগ্রিক কৃষির অন্যতম অনুষঙ্গ

কৃষিকাজ ডেস্ক» প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাণিসম্পদ সামগ্রিক কৃষির অন্যতম অনুষঙ্গ। আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, রফতানি আয় বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের মৌলিক চাহিদা পূরণ সম্ভব হয়েছে। মৌলিক চাহিদাগুলোর গুণগতমান বৃদ্ধি করা এখন আমাদের গুরুত্বপূর্ণ কাজ। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘‘প্রাণিসম্পদ অধিদফতর প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭’ উদযাপন করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি এই অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী, গবেষকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ডেইরি খাতের উন্নয়নের লক্ষ্যে আমরা ২০০ কোটি টাকার আবর্তক তহবিল গঠনের মাধ্যমে পাঁচ শতাংশ সুদে ঋণ প্রদান কার্যক্রম চালু করেছি। প্রাণিসম্পদ বিষয়ক গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে অর্থনৈতিক উন্নয়নে এ খাতের ভূমিকা বৃদ্ধি পেয়েছে। ২০১৫-২০১৬ অর্থবছরে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ছিল ১.৬৬ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ। মোট কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ছিল ১৪.২১ ভাগ। জিডিপিতে প্রাণিসম্পদের ক্রমবর্ধমান অবদান, নিরাপদ প্রাণিজাত খাদ্য উৎপাদন এবং সম্প্রসারণমান ভেটেরিনারি সেবা খাদ্যপুষ্টি নিশ্চিতকরণে আমাদের আশাবাদী করছে। তিনি বলেন, গুণগত সেবা, ই-সার্ভিস, নিরাপদ প্রাণিজাত খাদ্য উৎপাদন এবং প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আরও উন্নত প্রাণিস্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হোক প্রাণিসম্পদ উন্নয়নের মূলমন্ত্র- এ আমার প্রত্যাশা।

Share Button