২৯শে মার্চ, ২০২৪ ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম :

ভূঞাপুরে পশু পালন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) » এ.সি.আই এনিমেল হেলথ্’র আয়োজনে গবাদিপশুর নিরাপদ খাদ্য সহায়ক হিসাবে TRP এর উপকারিতা এবং গরু পালন বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা সোমবার (২৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দাসী হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে খামারিদের সাথে পশুপালনে এ সি আই কোম্পানির খাদ্য সহায়ক TRP এবং খামারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, এ.সি.আই কোম্পানীর সিনিয়ার এরিয়া ম্যানেজার এম এ মালেক, জোনাল সেলস্ ম্যানেজার শফিকুল ইসলাম ও সেলস্ ম্যানেজার রফিক আহমেদ।
দিনব্যাপী অনুষ্ঠানে হাটে আগত দূরদূরান্তের খামারীদের এ.সি.আই’র বিভিন্ন প্রোডাক্টের প্রদর্শন এবং খামারিদের বিভিন্ন পরামর্শ দেন ডা. সুদিব দেবনাথ।
খামারী হাফিজুর রহমান জানান, উন্মুক্ত সভায় বিক্রয় ব্যবস্থাপকদের বিভিন্ন ধরনের গঠনমূলক পরামর্শে আমরা সকল খামারীরা মুগ্ধ। তাদের দেয়া দিকনির্দেশনায় আমরা কাজ করবো। আশাকরি এতে আমাদের খামারে সুফল বয়ে আনবে।
স্থানীয় খামারী ইমাম হোসেন বলেন, এ.সি.আই কো. ভূঞাপুরের মার্কেটিং অফিসার শামীম ভাই’র আমন্ত্রণে এ অনুষ্ঠানে এসেছি। ৩০ মিনিট’র আয়োজন ২ ঘন্টাব্যাপী চললেও আমিসহ সকল খামারীরা অনেক মনযোগ দিয়ে বক্তাদের কথা শুনেছি। তিনি আরো বলেন, আমার খুব ভালো লাগছে এমন অনুষ্ঠানে এসে। এতে অনেক কিছু শিখতে ও জানতে পারলাম। অবশ্যই এ জানাগুলো আমাদের অনেক উপকার আসবে।
প্রসঙ্গত, অনুষ্ঠানে খামারীরা বিভিন্ন প্রশ্ন করেন। প্রশ্নের উওর ও সমধান দেন সেলস্ ম্যানেজার রফিক আহম্মেদ।
অনুষ্ঠান শেষে TRP লিখিত বালতি খামারীদের উপহার দেওয়া হয়।

Share Button