২৯শে মার্চ, ২০২৪ ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম :

পাহাড়ে তরমুজ চাষে চমক

কৃষিকাজ ডেস্ক» রাঙামাটির পাহাড়ে তরমুজ চাষ করে চমক সৃষ্টি করেছেন এক কৃষাণী। তার উৎপাদিত তরমুজ আকারে বেশ বড়, টসটসে রসালো, খেতে মিষ্টি ও মাজাদার। তিনি রাঙামাটির সুভলং ইউনিয়নের দক্ষিণ বরুনাছড়ি পাহাড়ে এ তরমুজ চাষ করেছেন।

কৃষাণী মনোয়ারা বেগম জানান, স্বামী সলিমুল্লাকে সঙ্গে নিয়ে তিনি চলতি মৌসুমে দক্ষিণ বরুনাছড়ি পাহাড়ে ২ একর জমি বর্গা নিয়ে তরমুজের চাষ শুরু করেন। পাহাড়ের পাদদেশে মাত্র ৩০০ মাদার (গর্ত) মধ্যে তরমুজ চাষ করা হয়। প্রতিটি মাদায় ৩ থেকে ৪টি করে তরমুজ স্থান পায়। সময়মতো পানি সারসহ ও সঠিক পরিচর্যার কারণে ফলন হয়েছে বাম্পার। শুধু এ মৌসুমে এরই মধ্যে তিনি লক্ষাধিক টাকার তরমুজ বিক্রি করেছেন। রাঙামাটি কৃষি বিভাগের তথ্য সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাঙামাটি জেলায় প্রায় ৬০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। সবচেয়ে বেশি তরমুজের আবাদ হয়েছে লংগদু উপজেলায়। এছাড়া রাঙামাটি সদর, বরকল, বাঘাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর ও বিলাইছড়ি উপজেলাগুলোতে ব্যাপকহারে তরমুজের চাষাবাদ হয়েছে। এসব উপজেলার উৎপাদিত তরমুজ এখন রাঙামাটির বিভিন্ন বাজারে সয়লাব হয়ে গেছে।

Share Button