কৃষিকাজ ডেস্ক» আগামী ১৫ মে থেকে বাজারে উঠবে রাজশাহীর আম। একে একে সাত ধাপে নামবে ফলের রাজা। রোববার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নিজ দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের। সভায় আম স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীরা অংশ নেন।