কৃষিকাজ ডেস্ক» ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান, সার-তেল-বীজ ও কীটনাশকের দাম কমানোর দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে আজ সকাল ১১টায় প্রেস ক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক আফরোজা সুলতানা মৌ এর নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, কৃষকরা হাড়ভাঙা পরিশ্রম করলেও তাদের উৎপাদিত ফসলে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরা। ফলে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান তার জন্য সরকারকে আরো উদ্যোগী হতে হবে।