২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম :

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট প্রতিষ্ঠায় আইন পাস

নিজস্ব প্রতিবেদক» বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল-২০১৬ নামের একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রস্তাবে কণ্ঠভোটে আইনটি পাস হয়।

কৃষিতে উচ্চ উৎপাদনশীলতা অর্জন অথবা গবেষণা বা উদ্ভাবনসহ এ বিষয়ে অবদানে পুরস্কার প্রদান, তহবিল গঠন, পরিচালনা এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নে এই বিলটি আনা হয়।

পাস হওয়া বিলে ট্রাস্টের কার্যালয়, পরিচালনা ও প্রশাসন, ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য, ট্রাস্টের তহবিল, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, কমিটি গঠন, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, বিধি, প্রবিধি প্রণয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে কৃষিমন্ত্রী বা প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রীকে চেয়ারম্যান করে ১১ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।

কৃষিখাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিলটি আনা হয়েছে বলে জাতীয় সংসদে মন্ত্রী জানিয়েছেন। গত ৩ অক্টোবর তিনি বিলটি উত্থাপন করলে তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

Share Button