২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম :

বগুড়ায় জমি বিরোধ মামলায় গ্রেফতার ৯

কৃষিকাজ ডেস্ক» বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলার এজাহারভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ধুনট উপজেলার ঝিনাই গ্রামের হাফিজার রহমানের ছেলে জিয়াউর রহমান (৩৫), আড়কাটিয়া গ্রামের আজাহার আলীর ছেলে শাহাদৎ হোসেন (৪৪), মকবুল হোসেনের ছেলে হযরত আলী (৩৫) ও মহির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫৫), বেড়েরবাড়ি গ্রামের দিরাজ আলীর ছেলে বাবু মিয়া (৪৫), গোলাম রব্বানী (৪৭), এনামুল হক (৩৫), বাবু মিয়ার ছেলে সাব্বির আহম্মেদ (১৮) ও গোলাম রব্বানীর ছেলে ফারুক হোসেন (২৭)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় ধুনট থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। এই মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৯ আসামীকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

Share Button