২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম :

কৃষিজমিতে বাড়ি, তদন্তের মুখে শাহরুখ

কৃষিকাজ ডেস্ক» সমুদ্রের গর্জন শোনার জন্য ১৯ হাজার ৯৬০ স্কয়ার মিটারের বিশাল এক বাংলো কিনেছিলেন বলিউড কিং খান শাহরুখ।

সেখানে ১১ হাজার মিটারের সুপার লাক্সারি একটি বাড়িও তৈরি করেছিলেন তিনি।

কিন্তু এ বাড়িকে ঘিরেই গুরুতর অভিযোগের মুখে পড়েছেন বলিউড বাদশাহ।

অভিযুক্তদের তালিকায় রয়েছেন তার স্ত্রী গোরি খান, দেজা ভু ফার্মসের সিইও এবং একজন অজ্ঞাত ব্যক্তি।

বছরের শুরুতে এ চারজনের বিরুদ্ধে সুরেন্দ্র দাভালে নামে একজন পরিবেশকর্মী লিখিত অভিযোগ করলেও এতদিন পুলিশ বিষয়টি তেমন আমলেই নেয়নি।

তবে অবশেষে শাহরুখসহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে নেমেছে ভারতের আয়কর বিভাগ। সক্রিয় হয়েছে পুলিশও।

জানা গেছে, দক্ষিণ মুম্বাইয়ের উপকূলীয় রায়গড় শহরের আলিবাগে ওই বাংলোটি কিনেছিলেন শাহরুখ।

লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, কালো টাকা সাদা করতে বাংলোটি কেনেন শাহরুখ। এর পর ভুয়া কাগজপত্র ব্যবহার করে কৃষিজমিতে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন।

এ বছরের ১১ জানুয়ারি মুম্বাইয়ের খার থানায় অভিযোগটি করেন অ্যাক্টিভিস্ট সুরেন্দ্র দাভালে।

ভারতীয় পেনাল কোডের ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪২০ ধারায় আনা এ অভিযোগের বিষয়ে একটি এফআইআর গ্রহণের আবেদন জানান তিনি।

অবশ্য এর পর থেকে শাহরুখের বিরুদ্ধে করা আবেদনটি চলে যায় হিমাগারে।

তবে ভারতের আয়কর বিভাগ এই বাংলোর বিষয়ে চারটি অভিযোগ সামনে রেখে তদন্ত শুরু করলে সুরেন্দ্রর আবেদনের কথা ফের সামনে আসে।

জানা গেছে, এ অ্যাক্টিভিস্ট আবেদন করার পর গত ২৩ মার্চ সুরেন্দ্রর জবানবন্দি গ্রহণ করেন খারে থানার কর্মকর্তা রাজেন্দ্র কানে।

এ বিষয়ে তিনি বলেন, ‘তদন্ত চলছে। এখনই কোনো মন্তব্য করব না।’

Share Button