২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম :

কিস্তি পরিশোধ না করায় কৃষককে মারধর

ডেস্ক রিপোর্ট>> পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় কৃষক মো. বাচ্চু ফরাজীকে (৩৫) নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে বাহেরচর বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

দরিদ্র কৃষক বাচ্চু বলেন, স্ত্রী রোকসানার নামে আশা এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ গ্রহণ করি। ঋণ গ্রহণের পর থেকে নিয়মিত ৫শ টাকা পরিশোধ করে আসছি। কিন্তু গত শনিবার (০৩ মার্চ) সাপ্তাহিক কিস্তি পরিশোধের দিন ছিল। আর্থিক সংকটের কারণে সঠিক সময়ে কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হই। রাতে ম্যানেজার সাইফুল ইসলাম অফিস কর্মীদের দিয়ে আমাকে অফিসে ডেকে নিয়ে যায়। এ সময় ঋণের বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে অফিস কক্ষ আটকে আমাকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে।

আহতের স্ত্রী রোকসানা বেগম জানান, এমনিতেই ঋণের টাকা পরিশোধ করতে পারছি না। এখন স্বামীর চিকিৎসা করব কিভাবে?

তবে আশার রাঙ্গাবালীর বাহেরচর বন্দর শাখার ম্যানেজার সাইফুল ইসলাম জানান, বাচ্চুকে অফিসে ডেকে আনা হয়েছিল, তাকে কোনো নির্যাতন করা হয়নি।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র জানান, একটি অভিযোগ দেয়া হয়েছে। নির্যাতনের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Button